Thursday, August 14, 2025

India One in Tennessee: A Grand Celebration of India Day 2025

 

Alt Text: Indian and American flags unite at India Day in Tennessee

वसुधैव कुटुम्बकम् (Vasudhaiva Kutumbakam)” The world is one family.
This timeless truth from the Upanishads is more than philosophy—it is the soul of India. In 2025, it became the heartbeat of Nashville’s India Day celebrations under the theme “India One”—a reminder that, even across oceans, we remain bound by invisible threads of heritage, love, and unity.

India is not a single voice, rhythm, or color. It is a symphony of countless songs—each unique yet blending into one harmonious melody. It is the poetry of many tongues, the tapestry of traditions, the fragrance of festivals that bloom differently in every region. And when Indians gather abroad under the tricolor, this harmony travels across continents, lighting hearts with pride.

The Indian Spirit Across the Ocean

Hey friends,
Have you ever wondered how Indians in the USA celebrate Independence Day, thousands of miles away from the land where our freedom was born? Yes, there’s a quiet ache—the August air here doesn’t carry the scent of Indian soil or the familiar sound of temple bells at dawn. But then… something magical happens.

The saffron, white, and green ripple proudly in the breeze, the national anthem rises strong, drums beat in unison, feet move in rhythm, and smiles spread across faces. In that moment, geography melts away. India is not a place we’ve left—it’s alive here, in our steps, our voices, and our celebrations.

Nashville Comes Alive

That magic unfolded on Saturday, 9th August 2025, when the Indian Association of Nashville hosted its grand annual India Day at Nashville Public Square. At 10:30 AM, Mayor Freddie O’Connell officially declared the date Indian Cultural Heritage Day, honoring the vibrant spirit and contributions of the Indian community.

The parade began on Dederick Street between 3rd and 6th Avenues, filling the streets with music, colors, and cultures. The famous line from our national anthem—पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग (Panjaba-Sindha-Gujrata-Maharata/Dravida-Utkala-Vanga”—came alive as communities proudly showcased their heritage.

A Parade of Colors & Cultures

The parade was a living tapestry of India’s unity in diversity, with each community adding its own vibrant thread.

Alt Text: India Day parade celebrating Punjabi, Sindhi, Gujarati, & Marathi cultures


Punjabi Circle in Nashville-

A truck adorned with Sikh symbols rolled forward to the infectious beats of bhangra. Men in regal turbans and women in bright Patiala suits danced with boundless energy, radiating pride in their roots.

Sindhi Association of Middle Tennessee –

At the front of their float sat a lifelike statue of Jhulelal, as if blessing the procession. Members dressed in Ajrak shawls and Sindhi tupis sang traditional songs that carried the warmth of Sindh.

Gujarat Association of Middle Tennessee –

The deep thump of the dhol and the swirl of Garba dancers lit up the streets. Women in ghagra-cholis with bandhani dupattas and men in kediyu brought Gujarat’s festive spirit straight to Tennessee.

Tennessee Marathi Mangal –

With chants of “Jai Bhawani – Jai Shivaji” and the rhythmic clink of the Lezim dance, the Marathi group instantly captured the crowd’s attention.


Alt Text: India Day parade celebrating Telegu, Kannada, Tamil, & Kerala communities


Kerala Association of Nashville –

Kerala’s float radiated tradition, with the grandeur of Kathakali brought to life through elaborate costumes and striking face paint.

Tennessee Telugu Samiti –

Representing Andhra Pradesh and Telangana, they showcased the elegance of Kuchipudi dance and traditional attire, celebrating their rich cultural heritage.

Nashville Kannada Koota –

Bringing the energy of Karnataka, they featured the drum-heavy Dollu Kunitha and the elegance of Mysore silk, painting the streets with festive hues.

Tennessee Tamizh Sangam –

From the grace of Bharatanatyam to temple-inspired float decorations, they celebrated the depth and beauty of Tamil culture.

Alt Text: India Day parade celebrating Bihar & Jharkhand, West Bengal, Assam, & Odisha communities



Bihar Jharkhand Association of Nashville –

Their segment honored Chanakya’s wisdom, the ancient glory of Nalanda University, the pride of MS Dhoni, and the earthy rhythms of Bhojpuri folk.

Odisha –

Amid chants of 'Jai Jagannath,' Odisha’s float radiated spiritual devotion while showcasing its rich cultural heritage.

Bengali Association of Greater Nashville –

Draped in red-and-white sarees, with the beat of dhak and the words of Tagore, they brought the vibrant fervor of Durga Puja to life.

Assamese Community in Tennessee –

Dressed in mekhela chador and dhoti-gamosa, they danced to lively bihu rhythms, bringing a vibrant touch of Northeast India to the celebration.

Other groups also lit up the parade’s vibrant mosaic—the American Association of Physicians of Indian Origin, International Hindi Association Tennessee, and Jain Society of Mid-Tennessee—each adding their own unique touch of pride and color to Nashville’s grand celebration of Indian culture.

A Piece of India

After the parade, Nashville Public Square transformed into a bustling mini-India. The aroma of samosas, biryani, dosa, idli, chaas (butter milk), and hot chai filled the air. Stalls overflowed with silk sarees, handmade jewelry, and colorful crafts—treasures that felt like home.

The most emotional moment came when the crowd sang the U.S. national anthem, followed by the Indian national anthem. Under the Tennessee sky, it felt as if saffron, white, and green light poured gently over everyone—a blessing from Mother India herself.

A Stage of Diverse Stories

The stage came alive with a whirlwind of performances—Bharatanatyam’s grace, Bhangra’s energy, Bihu’s joy, Garba’s swirl, and Bengali folk’s earthy charm. Every step and every beat were proof that our roots travel with us, no matter where we go.

Once an Indian, always a proud Indian

As the sun dipped in the west, a wave of respect and remembrance swept over the crowd. The joy we celebrated today was made possible by the blood, courage, and sacrifice of freedom fighters whose legacy can never fade from the heart of any Indian. They live with us— in our pride, in our freedom, in every beat of the national anthem.

Equally, our soldiers—standing guard day and night at the borders, far from their own families to protect our national family—deserve the heartfelt salute of every Indian, no matter where in the world we may be.

A mournful Bengali song echoed softly:
কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা / বন্দীশালার ওই শিকল ভাঙ্গা / তারা কি ফিরিবে আর?”
(How many revolutionary friends, their blood coloring the soil, broke the chains of prison—will they ever return?)

India Day in Nashville was more than a gathering; it was a heartbeat of the 79th Independence Day—a celebration that whispered the truth: Once an Indian, always a proud Indian. It was unity in diversity—woven through music, dance, food, and friendship—and a silent vow to forever honor the freedom fighters and soldiers whose unwavering love and sacrifice keep the flame of Mother India burning bright.

TAGS: GAMT, TNMM, KAN, TTS, Nashville Kannada Koota, TTS, BAGNProbashe Durga Pujo, Life Explorer 










Thursday, July 31, 2025

বীরাঙ্গনা সিজন ১ রিভিউ: বাংলার ‘মার্দানি’ রূপে নারীর প্রতিবাদ


 

"বীরাঙ্গনা" ওয়েব সিরিজে সাব-ইন্সপেক্টর চিত্রা বসুর চরিত্রে  সন্দীপ্তা সেন

Release Date: 25th July 2025

Writer: Sreejib 

Director: Nirjhar Mitra

Cast: Niranjan Mondol, Sandipta Sen, Sreya Bhattacharya, Pratik Dutta, Anirban Bhattacharya, Aditya Sengupta

Language: Bengali

Rating: 3.5/5

Number of Episodes: 7

‘শিকারপুর’ ও ‘ডাইনীর’ মতো সাহসী সিরিজের পর, পরিচালক নির্ঝর মিত্র Hoichoi–এর পর্দায় ফিরলেন এক নতুন ধারার অপরাধগাথা “বীরাঙ্গনা” নিয়ে। নারী কেন্দ্রিক এই থ্রিলার সিরিজটি কেবল একটি তদন্তের কাহিনী নয়, বরং পিতৃতন্ত্রের মুখোশ খুলে দেখানো এক ধারালো প্রতিবাদ। এক নববধূর দ্বিতীয় বিবাহের দিন  মৃত্যু থেকে শুরু হওয়া রহস্য, ধীরে ধীরে এক সামাজিক বাস্তবতার নির্মম রূপ উন্মোচন করে—যেখানে বিয়েবাড়ির আড়ালে লুকিয়ে থাকে একের পর এক অপরাধের গন্ধ।

 

পটভূমি:

শহরের এক নববধূর আত্মহত্যার তদন্তে সহকারী রূপে কাজ শুরু করেন  সাব-ইন্সপেক্টর চিত্রা (সন্দীপ্তা সেন)। তবে চিত্রার অন্তর্দৃষ্টি বুঝিয়ে দেয়, এটি কোনও সাধারণ আত্মহত্যা নয়—বরং ঠান্ডা মাথার খুন। চিত্রা বুঝতে পারেন, একের পর এক বিয়েবাড়ি রূপ নিচ্ছে মৃত্যুমঞ্চে। তদন্ত কমিটিতে থাকা চিত্রা ধীরে ধীরে আবিষ্কার করেন এক ঘৃণ্য চক্রান্তের  গল্প।

 

চিত্রনাট্য:

৭ পর্বের এই ওয়েব সিরিজটি শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা ধরে রাখতে সক্ষম। প্রতিটি পর্বের শেষে দর্শকের মনে প্রশ্ন ও কৌতূহল জাগিয়ে তোলা হয়েছে দক্ষতার সঙ্গে। যদিও সিরিজটির গতি কিছু কিছু সময়ে অতিরিক্ত তাড়াহুড়ো মনে হয়, তবুও সামগ্রিকভাবে এটি সাসপেন্সধর্মী গল্প বলার একটি সফল প্রচেষ্টা।

 

টেকনিক্যাল দিক:

ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু ক্ষেত্রে পুরনো SVF সিনেমার স্মৃতি জাগালেও, সবসময় কাহিনির আবহের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্য রাখে না।
ভিজ্যুয়াল ইফেক্টস ও সিনেমাটোগ্রাফি–র ক্ষেত্রে “বীরাঙ্গনা” বেশ প্রশংসনীয়। ড্রোন শট, হাই অ্যাঙ্গেল ফ্রেম, এবং আলো-আঁধারির ব্যবহার কাহিনির থিমকে দৃঢ়ভাবে তুলে ধরেছে। তবে কিছু খুনের দৃশ্য নির্মমতার মাত্রা ছুঁয়ে যায়, যা কিছু দর্শকের কাছে অস্বস্তিকর হতে পারে।

Alt Text: সিরিজে সেন জুটির শ্যেন পারফরমেন্স 

চরিত্রায়ন:


  • সন্দীপ্তা সেন চিত্রার চরিত্রে আত্মবিশ্বাসী, সংবেদনশীল ও বাস্তব। কর্মক্ষেত্রে তার দৃঢ়তা ও আবেগের দোলাচল, দুটোই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। যদিও অ্যাকশন দৃশ্যে আরও পরিণত হতে পারতেন।
  • নিরঞ্জন মন্ডল ‘লাফটারসেন’ চিরায়ুর ভূমিকায় চমৎকার। তার দ্বৈত প্রকৃতি—অস্থিরতা, শঠতা ও পুলিশি জেরা এড়ানোর কৌশল—সিরিজটিকে করে তোলে আরও জটিল ও রহস্যময়।
  • অনির্বাণ ভট্টাচার্য একজন  ‘খারাপ পুলিশ’ হিসেবে তাঁর চরিত্রে অন্ধকারের স্পর্শ এনেছেন।
  • আইপিএস প্রতীক দত্ত চিত্রার প্রতি সংশয় নিয়ে শুরু করলেও, পরে বিশ্বাস ও সম্মান অর্জনের পথে তার চরিত্রটি একটি জোরালো ব্যালেন্স গড়ে তোলে।

 

পরিশেষে,

“বীরাঙ্গনা” একদিকে মনে করিয়ে দেয় বলিউড থ্রিলার “মর্দানি ২” বা “স্ত্রী”-র মতো কাহিনীগুলিকে, আবার অন্যদিকে “কাবেরী”-র মতো সিরিয়াস নারীবাদী মনোভাবকেও পুনরুজ্জীবিত করে। পিতৃতান্ত্রিক সমাজের নগ্ন রূপ, নারীর প্রতিবাদী পদক্ষেপ  এবং এক রহস্যঘন থ্রিলার—সবকিছু মিলিয়ে “বীরাঙ্গনা” হয়ে উঠেছে আবেগঘন, চিন্তন-উদ্দীপক এবং স্টাইলিশ।

থ্রিলেরপ্রেমীরা একবার হলেও hoichoi পর্দায় "বীরাঙ্গনা " দেখে আসুন !!এটি নিছক একটি তদন্তমূলক গল্প নয়—বরং এটি নারীর সাহসিকতা ও প্রতিবাদের এক অনন্য পদক্ষেপ।

 TAGS: শিকারপুর , ডাইনীকাবেরীhoichoi



Friday, March 28, 2025

ঢাকার দেবী মা ঢাকেশ্বরীর অন্দরমহল কলকাতার কুমারটুলি তে

 



“তুমি অন্নপূর্ণা মা শ্মশানে শ্যামা,

         কৈলাসেতে উমাতুমি বৈকুন্ঠে রমা,

ধর বিরিঞ্চি-শিব-বিষ্ণুরূপ সৃজন-লয়-পালনে।।“- স্বামী কৃষ্ণানন্দ

'কালীঘাটে আছেন কালী/ ঢাকেশ্বরী ঢাকায় '- না এই তথ্য সর্বৈব সত্য নয় । "ঢাকেশ্বরী মাতার" সংসার কলকাতার বুকে কুমোরটুলির অন্দরে। হ্যাঁ ঠিক ই পড়লেন - ঢাকেশ্বরীর উমা কোনো এক অজানা কারণে সপরিবারে, স্বমহিমায় আজ ও  কুমোরটুলির অন্দরমহলে বিরাজমান। 

আসুন একবার ইতিহাসের পাতা উল্টে দেখে নি আসল সত্যি টা কি –

ঢাকেশ্বরী মন্দির (ঢাকা, বাংলাদেশ )

ঢাকার মা এর ইতিবৃত্ত  

কুমারটুলি তে স্থাপিত মাতৃমূর্তিটি  বেশ প্রাচীন, যার সাথে জড়িয়ে আছে বাংলার সেন রাজ্ বংশের ইতিহাস । কথিত আছে যে, রাজা বিজয় সেন এর স্ত্রী একটি বাঁধ থেকে স্নান করে ফেরার সময় পথিমধ্যে এক পুত্রসন্তানের জন্ম দেন, যিনি পরবর্তীকালে বল্লাল সেন নামে সেন রাজবংশের সমৃদ্ধির রথকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন । 

সিংহাসন আরোহণের পর বল্লাল সেন (১২ খ্রিস্টাব্দ) তাঁর জন্মস্থান অবিভক্ত বাংলার ঢাকা জেলায় একটি মন্দির নির্মাণের  পরিকল্পনা করেন, যা ঢাকেশ্বরী মন্দির নামে পরিচিত হয়। শোনা যায় যে, রাজা বল্লাল সেন মাটি  খনন করে ৮০০ বছরের প্রাচীন দূর্গা মূর্তির সন্ধান পান,এবং তিনি তা ১০০০ ঢাকের বাদ্যি সহযোগে প্রতিষ্ঠা করেছিলেন।  

অ্যালেন (১৯১২) ইস্টার্ন বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার্স (ঢাকায় প্রকাশিত) তার প্রবন্ধে উল্লেখ করেছে  যে  “মন্দিরটি বল্লাল সেন কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল ঠিকই ,পরে অবশ্য রাজা মান সিং কর্তৃক পুনর্নির্মাণ করা হয়, কিন্তু ওই পুরাতন মন্দিরটির কোনও চিহ্ন আজ আর অবশিষ্ট নেই । বর্তমান বাংলাদেশের জাতীয় মন্দির এর স্বীকৃতিপ্রাপ্ত ঢাকার ঢাকেশ্বরী মন্দিরটি প্রায় দুইশ বছর আগে কোম্পানির একজন কর্মচারী দ্বারা নির্মিত হয়েছিল বলে জানা যায়।"

 

ঢাকেশ্বরী মা এর পূর্ববঙ্গ হতে পশ্চিমবঙ্গে যাত্রা

সময়টা ১৯৪৭ সাল, বঙ্গভঙ্গের পরই পূর্ববঙ্গ সাম্প্রদায়িক দাঙ্গা, হানাহানি, ও লুঠতরাজে উত্তপ্ত। এমতাবস্তায় কিছু প্রভাবশালী হিন্দু ঢাকেশ্বরীর মা কে রক্ষা করার জন্য, তাঁকে  কলকাতায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন।  যেমন ভাবা তেমনটি কাজ !১৯৪৮ সালে হরিহর চক্রবর্তী , রাজেন্দ্র কিশোর তিওয়ারি (সেবায়েত ) , ও লালাবাবু ওরফে ব্রজেন্দ্র দুবে একটি বিশেষ বিমানে চেপে মা ঢাকেশ্বরীকে অতি সন্তর্পনে পোশাক ও অলংকার ছাড়াই একটি সাধারণ সুটকেসে এ কাপড় ও কাগজ দিয়ে  ঢেকে নিয়ে এদেশে চলে আসেন।

১৯৫০ সালের ২৭ শে জুন বাংলা দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে এই ঘটনার প্রমান মেলে।"ঢাকেশ্বরী -উমা" র অস্থায়ী নতুন ঠিকানা হয় কলকাতায় বঙ্গ লক্ষী কটন মিলের কর্ণধার তথা তৎকালীন সুপ্রতিষ্ঠিত শিল্পপতি  দেবেন্দ্রনাথ চৌধুরীর হরচন্দ্র মল্লিক স্ট্রিটের বাড়িতে। পরবর্তীকালে অবশ্য চৌধুরী পরিবার কলকাতার কুমারটুলি র একটি জমি মন্দির কমিটি কে দান  করেন, এবং সেই স্থানেই ১৯৫০ সালে ঢাকেশ্বরী মাতার স্থায়ী সংসার স্থাপিত হয়।    

৮০০ বছরের প্রাচীন ঢাকেশ্বরী মাতা (কুমারটুলি, কলকাতা)

"একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে।
তোমার ভুবন-ভরা রূপটি একবার দেখে লই মা নয়নে।"

১.৫ ফুট লম্বা অষ্টধাতু দ্বারা নির্মিত সোনালী বর্ণের মাতৃমূর্তি দশ হাত বিশিষ্ট কাত্যায়নী দুর্গার রূপে (যা দেবী মহিষাসুরমর্দিনীর একটি রূপ) কুমারটুলির ঢাকেশ্বরী মাতার মন্দিরে অধিষ্ঠান করছেন। । তার দুই পাশে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশ; অন্যদিকে দেবীর বাহন পৌরাণিক সিংহ অনেকটা ঘোঁটকাকৃতি।

মূর্তির পিছনের দিকের চালচিত্র এবং সিংহাসন রূপার তৈরি ।  এছাড়াও রাম ও হনুমানের দুটি পৃথক মাটির মূর্তি নমস্কার মুদ্রায় দেবীকে শ্রদ্ধা জানাতে সিংহাসনের পাশে দাঁড়িয়ে আছেন ।

ঢাকেশ্বরী মাতা (ঢাকা, বাংলাদেশ )

পূর্ববঙ্গে মা এর প্রতিরূপ

প্রতিরূপ নির্মাণের জন্য ৯০ এর দশকে ঢাকার মন্দির পরিচালনা কমিটির একটি দল কুমোরটুলির ঢাকেশ্বরী মাতার মন্দির এ এসে আসল মূর্তিটির ছবি তুলে নিয়ে যান।  তবে ঢাকায় মায়ের যথার্থ প্রতিরূপ নির্মিত হয়নি ।

কুমারটুলি র মাতৃমূর্তি আটটি হাতে কোনো অস্ত্র নেই ,সে গুলি বন্ধ বা খোলা অবস্থায় আশীর্বাদী মুদ্রা রূপে পরিলক্ষিত, শুধুমাত্র দুই হাতে ত্রিশূল ধারণ করে মহিষাসুরের বধ করছেন মা।  অন্যদিকে বর্তমান ঢাকা য় মাতৃমূর্তি দশ হাতে অস্ত্রধারণ করে মহিষাসুরমর্দিনী রূপে পূজিত হন। তবে, মায়ের উভয় অবতারই খুব সুন্দর।

পূজাবিধি

আশ্বিনের শারদপ্রাতে কুমোরটুলির ঢাকেশ্বরী মাতার মন্দিরে উত্তর ভারতীয় “নবরাত্রি রীতি” মেনে বিশেষ পুজোর আয়োজন করা হয়।  বর্তমানে মন্দিরের প্রধান পুরোহিত শক্তি ঘোষাল জানান যে দুর্গাপূজার সময়, ৩টি মঙ্গল ঘটে ১২টি মাটির প্রদীপ স্থাপন করা হয়।

বাঙালি মতে এই মন্দিরে সপ্তমী থেকে দশমীতে দূর্গা পুজো র আয়োজন করা হয়। । একসময় ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের ন্যায় এখানেও বলি প্রথার প্রচলন ছিল।  কিন্তু বর্তমানে তা সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে গেছে।  সন্ধি পুজোর সময় শুধু চাল কুমড়ো বলি দেয়ার রেওয়াজ আছে।  

ভোগ নিবেদন

মহাসপ্তমী  তে ভোগ হয় পঞ্চব্যঞ্জন ও চাটনি, মহাঅষ্টমী তে ভোগ নিবেদন করা হয় পোলাও, খিচুড়ি, সবজি, চাটনি ও পায়েস, মহানবমীতে আয়োজন করা হয় পোলাও ও পুরীর।  প্রতি বছর মহাঅষ্টমী তে ভক্তদের খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়।

পরিশেষে,

কথিত আছে, ঢাকেশ্বরী মাতার নামেই মধ্যযুগে নামকরণ হয়েছিল বর্তমান ঢাকা শহরের। সময়ের পরিক্রমায় দেশভাগের প্রেক্ষাপটে, কলকাতার পটুয়াপাড়ার বুকে মা ঢাকেশ্বরী তার স্থায়ী সংসার গড়ে তুলেছেন।

দুই বাংলার ইতিহাস ও সংস্কৃতির এক অনন্য সেতুবন্ধন রূপে আজও তিনি কুমারটুলির সরু গলিতে তাঁর ভক্তদের আশীর্বাদ দিয়ে চলেছেন । ডঃ শ্যামল চৌধুরী (দেবেন্দ্রনাথ চৌধুরীর নাতি) দুঃখ প্রকাশ করে বলেন যে, "কলকাতা আদি ঢাকেশ্বরীর আবাসস্থল হয়ে উঠেছে, কিন্তু খুব বেশি লোক এটি সম্পর্কে জানে না।" তাই যারা এখনো মাকে  দর্শন করেননি, এই "চৈত্র নবরাত্রির" পুণ্যতিথিতে একবার এসে ৮০০ বছরের প্রাচীন মাতৃমূর্তি দর্শন করুন।

আসুন, ইতিহাস,  ও ঐতিহ্যের এই অসামান্য মেলবন্ধনের সাক্ষী হই এবং মাতৃস্নেহের পরশ নি।

বিশেষ দ্রষ্টব্য

ঠিকানা ( গুগল ম্যাপ ) : ১/৩এ কুমারটুলি  স্ট্রিট।  কলকাতা - ৭০০০০৫

দর্শনের সময় : দিবা ৭ টা - ১২ টা এবং বিকাল ৪টে- ৯ টা (প্রতিদিন)

সন্ধ্যারতির সময় : বিকাল ৬ টা ( গরমকাল ), বিকাল ৫ টা (শীতকাল )

Disclaimer
This blog has been crafted using information from Google & various sources, so if you spot any factual errors, please inform me, and I will rectify them.

TAGS: বাংলার মন্দির স্থাপত্য, ঢাকেশ্বরী মন্দির (ঢাকা, বাংলদেশ)  






 




Tuesday, March 25, 2025

"Khakee: The Bengal Chapter" Series Review – Chatterjee Trio Unravel Bengal’s Crime Saga

 



Release Date: 20th March, 2025

Creator: Neeraj Pandey

Director: Tushar Kanti Ray, Debatma Mandal

Cast:  Prosenjit Chatterjee, Saswata Chatterjee, Parambrata Chatterjee, Jeet, Subhasish Mukherjee, Chitrangada Singh, Adil Khan, Ritwik Bhowmik, Mimoh Chakraborty

Language: Hindi

Rating: 3/5

Number of Episodes: 8

Khakee: The Bengal Chapter arrives with high expectations, propelled by its gripping title track, "Ek aur rang bhi dekhiye Bengal ka." Set in Kolkata, this latest offering from Neeraj Pandey promises a thrilling exploration of crime, corruption, and the underworld. However, despite its promising premise, the series struggles to break new ground and ultimately delivers a watchable but forgettable experience.

Plot Construction

The eight-episodes set in early 2000s Kolkata, unravels the dark underbelly of the city's crime world, ruled by the ruthless don Bagha. With deep-rooted connections in the ruling party, Bagha’s empire thrives under the protection of corrupt politicians, police officers, and businessmen. Despite public outrage and the opposition's constant pressure, the ruling party turns a blind eye—until the rising lawlessness becomes impossible to ignore.

To project a stance against crime, the government appoints IPS Arjun Maitra, a diligent officer with an unblemished record, to lead the charge against Bagha. However, Bagha always manages to stay one step ahead, receiving inside information from Barun Roy, a highly influential figure in the ruling party. The situation escalates after the brutal murder of IPS Saptarshi Sinha, forcing Bagha and his gang into hiding. In response, the government forms a Special Investigation Team (SIT), placing Maitra at the helm to dismantle Bagha’s operations once and for all.

As Maitra digs deeper, he uncovers a sprawling web of corruption linking politicians, businessmen, and law enforcement to the criminal underworld. His strategy to break Bagha’s empire involves dividing the gang and targeting key members, slowly weakening the syndicate from within. However, his mission is compromised by a mole within the SIT, who continuously leaks vital information to corrupt politicians. But who is betraying Maitra’s team?

To uncover the truth and witness the high-stakes battle for justice, keep your eyes on Khakee: The Bengal Chapter only on Netflix. As the tension escalates, Maitra’s persistence pays off, leading to the ultimate takedown of Bagha’s powerful crime network. But at what cost? Tune in to find out.

Alt Text: Prosenjit Chatterjee, Jeet, Ritwik Bhowmik, & Adil Khan pose together in a frame

Characterization

The series boasts an ensemble cast of accomplished actors, each bringing their unique strengths to the narrative.

Parambrata Chatterjee (IPS Saptarshi Sinha) delivers a compelling performance, seamlessly slipping into his character with natural ease. His ability to balance subtle expressions with intense moments makes his portrayal memorable.

Prosenjit Chatterjee (Barun Roy), a stalwart of Bengali cinema, commands the screen with his powerful presence, lending gravitas to every scene he appears in.

Saswata Chatterjee (Shankar Barua or Bagha), known for his impeccable versatility, once again proves his acting prowess by effortlessly blending into his role. His ability to switch between charm and intensity adds depth to the character.

Jeet (IPS Arjun Maitra), with his strong screen presence and charisma, brings an engaging dynamism to the story.

Chitrangada Singh (Nibedita Basak, the leader of the opposition party) stands out with her poised and nuanced performance, making a lasting impact despite limited screen time.

Subhasis Mukherjee (CM of Bengal) infuses the narrative with his distinctive charm, ensuring his character remains etched in the audience’s mind.

Adil Jafar Khan & Ritwik Bhowmik (Ranjit Thakur & Sagor Talukder) contribute significantly to the series, showcasing their talent and adding layers to the unfolding drama. Together, the principal cast ensures that the characters remain compelling and relatable throughout.

Background Score & Music

The series derives much of its immersive appeal from its background score, masterfully composed by Sanjoy Chowdhury. His music seamlessly complements the narrative, enhancing both the tension and emotional depth. Whether in moments of high-stakes drama or quiet introspection, the score elevates the storytelling experience.

A standout musical element is the title track, composed by Jeet Ganguli. The unique aspect of the song lies in its evolving lyrics, which change with each episode, reflecting the shifting moods and themes of the series. This dynamic approach to music adds freshness to the viewing experience.

Another striking feature of the series is its lingo, a vibrant mix of Bengali, Hindi, English, and street dialects. This naturalistic dialogue enhances authenticity, making the interactions feel rooted in the milieu. While the story itself could be transplanted to another setting without losing its essence, it is these elements—music, language, and performances—that anchor the series firmly in its cultural landscape.

Bottom Line

Khakee: The Bengal Chapter had all the ingredients for a gripping crime drama—a rich historical backdrop, a powerhouse cast, and a promising premise. However, instead of diving deep into the cultural nuances of Bengal, it plays it safe, sticking to familiar crime thriller tropes. In a time when international shows thrive on regional authenticity, Indian content must do the same rather than diluting its essence for mass appeal.

For a series that aimed to bring out a new shade of Bengal, it falls short of truly capturing its spirit. While the performances and production quality stand out, the storytelling leaves room for a more daring and immersive experience. If you're a fan of crime dramas, the show is still worth a watch—but it may leave you craving a more nuanced portrayal of the region.

 If you have a subscription on Netflix, dive into this seven-hours saga and decide for yourself! Which one impressed you more—Khakee: The Bihar Chapter or The Bengal Chapter? Share your thoughts and let us know which one deserves extra marks in your book!

TAGS: Netflix, Khakee:The Bengal Chapter


Friday, March 7, 2025

Why International Women’s Day Is Important Today?

 

Alt Text: Happy International Women's Day 2025

A woman, the very essence of creation, carries life within her. Her womb is the sacred space where a new journey begins. And on 8th March, it is time to break down barriers, embrace equality, and celebrate the power of womanhood with renewed laughter and hope. International Women’s Day 2025 is more than just an observance; it is a call to action, a reminder that the fight for gender equality is far from over.

Do You Know the History of International Women’s Day?

International Women’s Day dates back over a century, initially arising from the labor movements in the early 1900s. The first recognized celebration took place in New York City on February 28, 1909, when female textile workers marched for better working conditions.

The foundation of International Women's Day was established when Clara Zetkin proposed its observance at the 1910 International Conference of Working Women. This proposal was unanimous among attendees from 17 countries. The date of March 8 was solidified after Russian women protested for "bread and peace" on that day in 1917, leading to significant political change, including women gaining the right to vote.

Alt Text: Women of India

Top 7 Reasons to Celebrate International Women’s Day

Despite significant progress, many challenges persist, making International Women’s Day 2025 crucial. Here are top 7 key reasons why we must celebrate this day:

Girls Are Still Forced Into Early Marriages

Despite global progress, approximately 12 million girls marry before the age of 18 every year. Early marriages not only rob girls of their childhood but also obstruct their education and future opportunities.

Women Face Domestic and Workplace Violence

Every day, countless women face abuse, whether at home or in the workplace. It is crucial to create safe environments where women can thrive without fear.

Some Countries Still Deny Women Financial Independence

Shockingly, in some parts of the world, women still struggle to open bank accounts or access financial resources. Economic empowerment is key to true gender equality.

Stop Marital Rape

Marital rape is a harsh reality that many women endure in silence. Legal protection and awareness must be strengthened to safeguard their rights.

Prevent Gender-Based Feticide and Infanticide

Discrimination starts even before birth. In some regions, sex-selective abortions and the killing of girl children after birth still exist. It is our collective responsibility to end these atrocities.

Ensure Women’s Safety in the Workplace

From harassment to unequal pay, workplace challenges remain. Organizations must implement policies that ensure gender-neutral and safe work environments.

Respect and Support Refugee Women

Refugee women endure unimaginable hardships. They face sexual violence, displacement, and economic struggles. Providing them with protection and opportunities is essential.

Alt Text: The Power of Women Empowerment

Theme of International Women’s Day 2025

Each year, a new theme guides global efforts for women’s empowerment. The theme of International Women’s Day 2025 focuses on "Invest in Women: Accelerate Progress", emphasizing the need for sustainable investments in education, health, and economic opportunities for women worldwide.

Bottom Line

Women are the vibrant buds of nature, while men serve as the supporting stems that help them bloom. A father is the backbone of his daughter, a brother can be the safety net of his sister, and a life partner can provide the strength for a woman to flourish.

Historical figures such as Rama and Lakshmana from the "Ramayana" and the brothers in the Pandava clan exemplify men who stand up against injustice faced by women. Not all men are the same, and feminism should not be mistaken as a movement against men but rather as a fight for equal rights.

Surprisingly, women also face oppression from other women. Society often places unrealistic expectations on them, leading to mental and emotional distress. On International Women’s Day 2025, let us take an oath to stand together for true women's empowerment. Let’s pledge to support women not just in words but in actions, fighting against physical and mental abuse, and creating a world where every woman can thrive.

We'd love to hear your thoughts on the current state of women's rights and empowerment. Please share your perspectives and experiences in the comments below. Your voice matters, and together, we can foster a meaningful time ahead.






Tuesday, February 25, 2025

Mrs. (ZEE5) সিনেমা রিভিউ: এক নারীর কুমারী থেকে শ্রীমতি হয়ে ওঠার কাহিনি

 

Release Date: 7th February,2025

Director: Arati Kadav

Cast:  Sanya Malhotra, Nishant Dahiya, Kanwaljit Singh, Aparna Ghosal, Nitya Moyal, Barun Badola, Loveleen Mishra, Harshika Kewalramani, Mrinal Kulkarni, Girish Dhamija

Language: Hindi

Rating: 3.5/5

এক ঝাঁক আশা নিয়ে শুরু হয় নতুন জীবন। কিন্তু নারীর জীবনের অন্যতম বড় পদক্ষেপ ই  হলো কুমারী থেকে শ্রীমতি হয়ে ওঠার যাত্রা। আর এই পথে যিনি তার হাত ধরে থাকেন, তিনি হলেন সম্পর্কের তথাকথিত 'কর্তা' কিন্তু যদি সেই ব্যক্তি কখনো স্ত্রীকে বুঝতেই না পারেন? যে ঘরটিকে মেয়েটি নিজের মনে করে আসে, যদি সেটিই তার নিজের হয়ে না ওঠে? তবে কি বিয়ে ‘মিসেস’ এর সব স্বপ্নের পথে অন্তরায় হয়ে দাঁড়াবে ?

এই প্রশ্নগুলো নিছক কল্পনা নয়, বরং আজও বহু নারীর বাস্তব জীবন। সম্প্রতি ZEE5- মুক্তিপ্রাপ্ত Mrs. সিনেমা এই কঠিন বাস্তবতাকেই তুলে ধরেছে। জনপ্রিয় মালায়ালম ছবি "The Great Indian Kitchen"-এর হিন্দি রিমেক "Mrs.", বর্তমান সমাজের গভীরে প্রবেশ করে আমাদের ভাবতে বাধ্য করবে।

Source: JIO STUDIOS

পটভূমি

পারিবারিক সম্মতিতে সম্বন্ধ করে রিচা (সানিয়া মালহোত্রা) দিবাকর (নিশান্ত দাহিয়া)-এর বিয়ে ঠিক হয়। দাম্পত্য জীবনের সূচনা হয় রিচার শ্বশুরমশাইয়ের অভিবাদন "अब आप हमारी बेटी हो (ab aap hamari beti ho )" দিয়ে। কিন্তু সময়ের অগ্রগতিতে রিচা বুঝতে পারে, এই কথার কোনো ভিত্তি নেই। কারণ এখানে পুত্রবধূ মানেই কেবল দায়িত্ব কর্তব্যের বোঝা বহন করা।

রিচা প্রতিনিয়ত পরিশ্রম করে, চেষ্টা করে মানিয়ে নিতে, তবু দিনের শেষে স্বীকৃতি বা ভালোবাসার বিন্দুমাত্র ছোঁয়া পায় না। শ্বশুরবাড়ির লোকেরা একে একে তার স্বাধীনতা কেড়ে নেয়শাশুড়ি খাবার স্বাদ করা নিয়ে কটূক্তি করেন, শ্বশুর পুরনো সংস্কারের নামে রিচার অস্তিত্ব সংকুচিত করতে থাকেন, আর স্বামী ভালোবাসার বদলে কর্তৃত্ব ফলানোর লাইসেন্স হিসেবে বিয়ে নামক সম্পর্ককে ব্যবহার করতে উদ্যত হয়।

আরতি কাদাভ পরিচালিত "Mrs." শুধু পুরুষতান্ত্রিক সমাজের নগ্ন বাস্তবতাকে চিহ্নিত করেই থেমে থাকে না; এক্ষেত্রে নারী  স্বয়ং উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। রিচার শাশুড়ির নিঃশব্দ আত্মসমর্পণ যেন প্রজন্ম থেকে প্রজন্মে নারীদের দাসত্বের মর্মান্তিক দলিল। একসময় যে নারী নিজেও শোষিত ছিলেন, তিনিই আবার পুত্রবধূর উপর একই নিপীড়ন চাপিয়ে দেন, যেন এটি একটি সামাজিক রীতি।

রিচার সংগ্রাম এখানেই শেষ হয় না। যখন সে নিজের মায়ের কাছে সাহায্যের হাত বাড়ায়, তখনও সে পায় শুধুই উপদেশ" यह  सब  तोह  सीखना  होगा (Yeh sab toh sikhna hoga)," " एडजस्ट  करो (adjust karo)" "a small issue" এই দৃষ্টিভঙ্গি সমাজের গভীরে প্রোথিত। Mrs. এমনই এক বাস্তব গল্প, যা বহু নারীকে নাড়া দেবে, ক্ষুব্ধ করবে, আবার আত্মপরিচয়ের প্রশ্নও তুলবে।

Source: JIO STUDIOS

চরিত্রচিত্রণ

সানিয়া মালহোত্রা (রিচা)
একজন প্রতিভাবান নৃত্যশিল্পী থেকে দাসীবৎ গৃহবধূ হয়ে ওঠা রিচার যন্ত্রণা লড়াই অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছেন সানিয়া মালহোত্রা। সমাজের চাপিয়ে দেওয়া নিয়মের কাছে প্রতিদিন হারতে হারতে ক্লান্ত হয়ে পড়া অসংখ্য নারীর প্রতিনিধি যেন রিচা।

নিশান্ত দাহিয়া (দিবাকর)
দিবাকরের চরিত্রে নিশান্ত দাহিয়া দক্ষতার সঙ্গে পুরুষতান্ত্রিক সমাজের গোঁড়ামি তুলে ধরেছেন। স্ত্রীর ভালোবাসার আকাঙ্ক্ষাকে অবহেলা করে তার উপর দাম্পত্যের একচ্ছত্র অধিকার ফলানোর প্রবণতা, সমাজের বহু পুরুষের মানসিকতাকেই স্পষ্ট করে তোলে।

কানওয়ালজিৎ সিং (রিচার শ্বশুরমশাই)
রিচার শ্বশুরের চরিত্রে কানওয়ালজিৎ সিং-এর অভিনয় হৃদয়বিদারক। আবেগপ্রবণতার আড়ালে কর্তৃত্বপরায়ণতা সংবেদনশূন্য আচরণের মাধ্যমে তিনি যে নিপীড়ন চালান, তা দর্শকদের অসহায় করে তুলবে।

 

পরিশেষে,

বলিষ্ঠ অভিনয় হৃদয়স্পর্শী কাহিনির মাধ্যমে "Mrs." কেবল সহানুভূতির আবেদন জানায় না, বরং আত্মদর্শনের পথ দেখায় । সমাজে পুরুষতন্ত্রের শিকর  এতটাই গভীরে প্রোথিত  যে, নারীরাও নিজেদের বন্দিত্বকেই শর্তহীন কর্তব্য হিসেবে মেনে নেয়।

মানুষ বোঝে ঠিকই তবে সময় থাকতে নয়,বড্ড দেরিতে। প্রথম দাম্পত্যের ন্যায় দ্বিতীয় ক্ষেত্রে আর   ফোলা রুটির দাবি নেই।  সব পেয়ে হারানোর পর মানুষ বোঝে নানাবিধ দাবির তুলনায় একজন মানুষের গুরুত্ব অমূল্য।

সমাজ নারীকে  "গিন্নিপনা"- জন্য কোনো পুরস্কার দেয় না। নিখুঁত হওয়ার প্রতিযোগিতা বন্ধ করে আসুন নিজেকে ভালো রাখি, নিজের অস্তিত্বকে সম্মান করি। কারণ নিজেকে হারিয়ে ফেলে কোনো কিছুতেই বেশিদিন টিকে থাকা সম্ভব নয়।

যারা মালায়ালম ছবি The Great Indian Kitchen এখনো দেখেননি তারা অবশ্যই একবার Mrs.ছবিটি দেখে নিন।  পরিচালকের মুন্সিয়ানা , কাহিনীর উত্তেজক উপস্থাপনা এবং  বলিষ্ঠ অভিনয় আপনার মন একবার হলেও আন্দোলিত করবে।

TAG: MRS.





India One in Tennessee: A Grand Celebration of India Day 2025

  Alt Text: Indian and American flags unite at India Day in Tennessee “ वसुधैव कुटुम्बकम् (Vasudhaiva Kutumbakam)” — The world is one fami...